নমস্কার
এই অয়েব–সাইট সমন্দে দুই এক কথা
যুগের সাথত শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আত্মিক, আর্থিক, হামার অধিকার আরও সামাজিকভাবে যাতে সগায় মিলিয়া একেসাথত আগে যাবার পারি, এই জন্য এই অয়েবসাইট খোলা হইসে আার হামার সমাজের নানা জিনিসপত্র, খাবার, কাপড় সহ নানা বিষয়লা যাতে সহজে খুঁজি নিবার পারি। তোমারলার চাহিদামতন জিনিসপত্র পৌছি দিবার জন্য চেষ্টা করিমো।
Verse of the day
যায় নিজের জীবনক বেশী পিরিত করে উয়ায় জীবন হারাবে, কিন্তুক এই দুনিয়াত যায় উয়ার জীবনক তুচ্ছ মনে করে উয়ায় উয়ার সত্যকারের জীবনটা অমৃত জীবনের বাদে বত্তের পাবে।
যোহন 12:25