নমস্কার
এই অয়েব–সাইট সমন্দে দুই এক কথা
যুগের সাথত শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আত্মিক, আর্থিক, হামার অধিকার আরও সামাজিকভাবে যাতে সগায় মিলিয়া একেসাথত আগে যাবার পারি, এই জন্য এই অয়েবসাইট খোলা হইসে আার হামার সমাজের নানা জিনিসপত্র, খাবার, কাপড় সহ নানা বিষয়লা যাতে সহজে খুঁজি নিবার পারি। তোমারলার চাহিদামতন জিনিসপত্র পৌছি দিবার জন্য চেষ্টা করিমো।
Verse of the day
একে পবিত্র আত্মার দেওয়া বরদান নানা নাকানের। হামরা এক প্রভুর নানা নাকান করি সেবা করি। হামারলাক সগাকে আলদা আলদা কাম দেওয়া হইচে, কিন্তু একই ভগবান সউগ নাকানের কাম সউগ মানষির মইদ্ধোত করান।
১লা করিন্থীয় 12:4